গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এ নিয়ে মেডিকেলের করোনা ইউনিটে করোনায় ২০৬ জন এবং উপসর্গ নিয়ে ৭৫২ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার দীপক ভৌমিক (৭২), নেত্রকোনা সদরের শাহিদা বেগম (৫০) এবং জামালপুরের নান্দিনার আব্দুল করিম (৫০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের শাহেদুজ্জামান (৮০), ফুলপুরের আব্দুল মাজেদ (৬৫), ঈশ্বরগঞ্জের আব্দুল গফুর (৭০), ফুলপুরের সুফিয়া খাতুন (৬৫)। শেরপুর সদর উপজেলার নুরুল ইসলাম (৫২), হোসনে আরা (৭০), জামালপুর সদরের খাইরুল ইসলাম (৫৫), ইদ্রিস আলী (৬৫), গাজীপুর সদর উপজেলার মফিজ উদ্দিন (৫৫), টাঙ্গাইলের ধনবাড়ির আলমগীর হোসেন (৪২), মধুপুরের আব্দুর রহিম (৬০)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ২২ জনসহ মোট ৪২৯ জন করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৯৮ ও সুস্থ হয়েছেন ৪৭ জন।