হোম > সারা দেশ > জামালপুর

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় বশেফমুবিপ্রবি শিক্ষক, ভিসির অভিনন্দন 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সে ২০২১ সালে বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছে জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদুল হাছান। 

সম্প্রতি বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা। 

ড. মাহমুদুল হাছান বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর গবেষণার আগ্রহ বিষয় হচ্ছে জীব-বৈচিত্র্য এবং মাছের পদ্ধতিগত বিবর্তন। র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জনের নাম আসে। এর মধ্যে এশিয়ার ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন এবং বাংলাদেশের ১ হাজার ৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়। 

র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে ড. মাহমুদুল হাছানের অবস্থান ১ হাজার ৪৩১ তম। আর এশিয়ায় এক লাখ ২০ হাজার ২৮৯ এবং বিশ্বে ৫ লাখ ১১ হাজার ৩২৬ তম অবস্থানে রয়েছেন তিনি। ড. মাহমুদুল হাছান বলেন, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গবেষকদের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া বেশ গৌরবের। এতে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের নামটাও উজ্জ্বল হয়ে উঠেছে। 

এ দিকে সম্মানজনক এই তালিকায় জায়গা করে নেওয়ায় ড. মাহমুদুল হাছানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। শুভেচ্ছা জানিয়েছেন ট্রেজারার জনাব মোহাম্মদ আবদুল মান্নান। 

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২