হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকা-ফুলপুর উপজেলার ২১টি ইউপিতে চলছে ভোটগ্রহণ

ময়মনসিংহ প্রতিনিধি

৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহের ভালুকা ও ফুলপুর উপজেলার ২১টি ইউপিতে ইভিএমএ ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

জানা যায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নের ১২২ কেন্দ্র রয়েছে। তার মধ্যে সবচেয়ে ছোট কেন্দ্র হচ্ছে বিরুনিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চান্দরাটি নামাপাড়া ওয়াছেদিয়া ফুরকানিয়া মাদ্রাসা। সেখানে ভোটার রয়েছেন ৩০৮ জন। 
চান্দরাটি গ্রামের একটা অংশ নিয়ে পাঁচ নম্বর ওয়ার্ডটি গঠিত। 

নতুন ভোটার তারিন সুলতানা বলেন, ইভিএমএ ভোট দিতে এসে খুব ভালো লাগছে। যাকে ভোট দেব আশা করি তিনিই বিজয়ী হবেন। 

আরেক ভোটার তানিয়া আক্তার বলেন, দুই বোন মিলে এসেছি ভোটকেন্দ্রে ভোট দিতে। ভোটকেন্দ্রে সাধারণত হইচই থাকে। এখানে ভোটার কম হওয়ায় কোনো হইচই নেই। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সর্বোপরি ইভিএমএ ভোট দিয়ে বাড়তি আনন্দ পেয়েছি। 

ফুটবল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, প্রথম এই কেন্দ্রের ভোটার ছিল ১২৭ জন। তা বেড়ে এ বছর ভোটার হয়েছেন ৩০৮ জন। এবার প্রথম নির্বাচন করছি। বেশ সাড়া রয়েছে ভোটারদের। 

মোরগ প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন বলেন, গত দুইবার নির্বাচিত হয়ে মেম্বারের দায়িত্ব পালন করেছি। এবারও দায়িত্বপালন করার ইচ্ছা রয়েছে। ইভিএমএ ভোট হওয়ায় ভোটারদের মধ্যে বাড়তি আনন্দ বিরাজ করছে। আশা করছি আবারও মেম্বার হব। 

ভালুকা যুব উন্নয়ন অফিসার ও চান্দরাটি নামাপাড়া ওয়াছেদিয়া ফুরকানিয়া মাদ্রাসার প্রিসাইডিং অফিসার গোলাম মোস্তুফা বলেন, ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফুটবল প্রতীক নিয়ে সাইফুল ইসলাম ও মোরগ প্রতীক নিয়ে মোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩০৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ১৫৭ জন ও নারী ১৫১ জন রয়েছেন। দুটি বুথে ভোটগ্রহণ চলছে। ইভিএমএ ভোট হলেও ভোটারদের কোনো সমস্যা হচ্ছে না। কেউ চোখে কম দেখলে তাকে ভোট দিতে সহযোগিতা করা হচ্ছে। 

সহকারী উপপুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, এখানে ভোটার কম থাকলেও আইনশৃঙ্খলাবাহিনী অন্যান্য কেন্দ্রের মতোই রয়েছে। পুলিশ পাঁচজনসহ আনসার সদস্য রয়েছেন ১৭ জন। ১৭ জনের মধ্যে নারী ৭ জন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। 

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা