হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুসহ এক পরিবারের ৪ জনের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুসহ এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জামাল উদ্দিন (৩২), তাঁর মা আনোয়ারা বেগম (৬৫) শিশু কন্যা আনিকা আক্তার (৪), মোছা. ফাইজা (৬)। 

জামাল উদ্দিন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সব সময় নিজ ঘরেই অটোরিকশা চার্জ দিতেন। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়, আজও জামাল উদ্দিন নিজ ঘরে অটোরিকশা চার্জ দেন। দুপুর ৩টার দিকে ঘর থেকে তা আনতে গেলে অটোরিকশা থেকে বিদ্যুৎতায়িত হন তিনি। জামাল উদ্দিন চিৎকার দিলে তাঁর মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। এ সময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিনিদের ধরলে তিনিও ঘটনাস্থলেই মারা যান। 

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, অটোরিকশা চার্জ দেওয়া ছিল, সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। জামাল উদ্দিন অটো বের করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের চারজনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। বিষয়টি খুবই মর্মান্তিক।’

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন