হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুসহ এক পরিবারের ৪ জনের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুসহ এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জামাল উদ্দিন (৩২), তাঁর মা আনোয়ারা বেগম (৬৫) শিশু কন্যা আনিকা আক্তার (৪), মোছা. ফাইজা (৬)। 

জামাল উদ্দিন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সব সময় নিজ ঘরেই অটোরিকশা চার্জ দিতেন। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়, আজও জামাল উদ্দিন নিজ ঘরে অটোরিকশা চার্জ দেন। দুপুর ৩টার দিকে ঘর থেকে তা আনতে গেলে অটোরিকশা থেকে বিদ্যুৎতায়িত হন তিনি। জামাল উদ্দিন চিৎকার দিলে তাঁর মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। এ সময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিনিদের ধরলে তিনিও ঘটনাস্থলেই মারা যান। 

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, অটোরিকশা চার্জ দেওয়া ছিল, সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। জামাল উদ্দিন অটো বের করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের চারজনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। বিষয়টি খুবই মর্মান্তিক।’

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার