হোম > সারা দেশ > নেত্রকোণা

ভাবিকে শ্লীলতাহানি করায় কারাগারে দেবর

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে ভাবিকে শ্লীলতাহানি করায় দেবর মগবুল হোসেনকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মগবুল হোসেন মদনের ফতেপুর ইউনিয়নের লাছারকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মগবুল হোসেন তাঁর বড় ভাই বকুল মিয়ার স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত শনিবার মগবুল মিয়া তাঁর ভাবিকে শ্লীলতাহানি করেন। পরদিন তাঁর ভাবি বাদী হয়ে মগবুল হোসেনকে আসামি করে মদন থানায় একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আজ বিকেলে নেত্রকোনা আদালতে পাঠায়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মগবুল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার