হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে আগুনে পুড়ল ৪ ব্যবসাপ্রতিষ্ঠান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বেলালাবাদ দত্তপুর বাজারে এই ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বেলালাবাদ দত্তপুর বাজারের মধ্যগলিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে শাহাবুদ্দিনের পেঁয়াজ-রসুনের দোকানে আগুন লাগে। বাজারের পাহারাদার আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। এতে আশপাশের মানুষজন দৌড়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে জহিরুল কবির শ্যামলের ফার্মেসি, আব্দুর রব রিপনের ধান ও মাছের খাবারের দোকান, মো. ওয়াহিদ মিয়ার মুদি দোকানের গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

ওষুধ ব্যবসায়ী জহিরুল কবির শ্যামল আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে আসি। আগুন লাগার খবর পেয়ে গিয়ে দেখি দোকানের সব পুড়ে গেছে। তাতে আমার প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

স্থানীয় বাসিন্দা মো. আসাদ উল্লাহ বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটু দেরি হলে আশপাশের সব দোকানপাট পুড়ে যেত।

নান্দাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই।’ তবে তিনি মনে করেন, আগুনে প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার