হোম > সারা দেশ > ময়মনসিংহ

আনন্দ মোহন কলেজে ছাত্রদল-সাধারণ শিক্ষার্থী সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি

ছাত্রদল-সাধারণ শিক্ষার্থী সংঘর্ষ

ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রাবাসের আসন বরাদ্দ নিয়ে ছাত্রদল-বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার কয়েক দফা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার পর ছাত্রদের পল্লীকবি জসীমউদ্‌দীন হল, কবি নজরুল হল ও ভাষাসৈনিক আহমেদ মালেক হল বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের জন্য নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কলেজে আগামী তিন দিনের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ওই ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুই পক্ষ। আজ সকাল সাড়ে ১০টায় জসীমউদ্‌দীন হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে বলেন, সামনে তাঁদের পরীক্ষা, তাই হল ছাড়বেন না। এ ছাড়া হল ছেড়ে গেলে হামলাকারীরা দখল করবে। তবে শিক্ষকদের কাছ থেকে আশ্বাস পেয়ে বেলা আড়াইটার দিকে সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে যাওয়া শুরু করেন।

আর দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন করে বলা হয়, শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ করায় ছাত্রদল অপপ্রচারের শিকার হয়েছে। ছাত্রাবাসে অবৈধ সিট দখলকারী, নিষিদ্ধ ও গুপ্ত সংগঠনের অনুসারীরা এর সঙ্গে জড়িত।

কলেজে ছাত্রদের হল সুপার শাহজাহান করীম বলেন, ‘ছাত্রাবাস দখলের চিন্তা কারও নেই। একধরনের রিউমার (গুজব) শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছে। আমরা আশ্বাস দেওয়ার পর তাঁরা হল ছাড়ছেন।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, হলে আর কোনো ছাত্র নেই। সবাই যে যাঁর মতো যানবাহনে চড়ে বাড়ি ফিরেছেন। তবে কলেজে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুরোপুরি শান্ত।

কলেজের অধ্যক্ষ মো. আমানউল্লাহ বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন রয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তাঁরা প্রতিবেদন দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ