হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদিন করোনায় আক্রান্তে কোনো রোগী মারা যায়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের একজন ও নেত্রকোনার একজন। মৃতরা দুজনই পুরুষ। গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়। 

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৭৩ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছিল। 

করোনার উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ গৌরীপুর উপজেলার লাল মিয়া (৪০) ও নেত্রকোনার মদন উপজেলার সিদ্দকুর রহমান (৫০)। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে চারজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া সুস্থ হয়ে ১৫ জন হাসপাতাল ছেড়ে গেছেন। 

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি নমুনা পরীক্ষায় দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ০১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৫৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪০৫ জন। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে