হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় রাত পোহাতেই কেজিতে পেঁয়াজের দাম বাড়ল ১০০ টাকা 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকা বাজার, শিল্পাঞ্চল হবিরবাড়ি ও উপজেলার সর্বত্রই একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভালুকা বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ আজ শনিবার (৯ ডিসেম্বর) বেড়ে ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। তবে বাজারে দেশি পেঁয়াজের কোনো খুঁজে পাওয়া যায়নি।

পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়ানোর খবরে পণ্যটির দাম বাড়তে শুরু করেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

ভালুকা পৌরসভার ওয়াপদা এলাকার মো. আবদুল হালিম জানান, হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তিনি আড়াইশ গ্রাম পেঁয়াজ কিনেছেন। সিদ্দিক নামের একজন পোশাক শ্রমিক জানান, হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে বাজারে নিম্ন আয়ের মানুষেরা অসুবিধায় পড়েছে।

ভালুকা বাজারের পেঁয়াজের আড়তদার সোহেল খান জানান, তাঁর দোকানে গত শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল থেকে পেঁয়াজ নাই। এমনকি দেশি পেঁয়াজ নেই প্রায় ১৫ দিন ধরে। গত ৪ দিন আগে ফরিদপুরের গোয়ালন্দে দেশি নতুন জাতের পেঁয়াজ প্রতি মণের মূল্য ছিল তিন হাজার ৪০০ টাকা। আজ শনিবার (৯ ডিসেম্বর) মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ জানান, যদি কোনো ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা