হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় রাত পোহাতেই কেজিতে পেঁয়াজের দাম বাড়ল ১০০ টাকা 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকা বাজার, শিল্পাঞ্চল হবিরবাড়ি ও উপজেলার সর্বত্রই একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভালুকা বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ আজ শনিবার (৯ ডিসেম্বর) বেড়ে ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। তবে বাজারে দেশি পেঁয়াজের কোনো খুঁজে পাওয়া যায়নি।

পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়ানোর খবরে পণ্যটির দাম বাড়তে শুরু করেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

ভালুকা পৌরসভার ওয়াপদা এলাকার মো. আবদুল হালিম জানান, হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তিনি আড়াইশ গ্রাম পেঁয়াজ কিনেছেন। সিদ্দিক নামের একজন পোশাক শ্রমিক জানান, হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে বাজারে নিম্ন আয়ের মানুষেরা অসুবিধায় পড়েছে।

ভালুকা বাজারের পেঁয়াজের আড়তদার সোহেল খান জানান, তাঁর দোকানে গত শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল থেকে পেঁয়াজ নাই। এমনকি দেশি পেঁয়াজ নেই প্রায় ১৫ দিন ধরে। গত ৪ দিন আগে ফরিদপুরের গোয়ালন্দে দেশি নতুন জাতের পেঁয়াজ প্রতি মণের মূল্য ছিল তিন হাজার ৪০০ টাকা। আজ শনিবার (৯ ডিসেম্বর) মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ জানান, যদি কোনো ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে