হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে লুডু খেলা নিয়ে মারধর, আহত যুবকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে লুডু খেলা নিয়ে ঝগড়ার জের ধরে তমিজ উদ্দিন (১৯) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করেন অপর দুই যুবক। পরে স্বজনেরা আহত যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, গত সোমবার সন্ধ্যায় স্থানীয় খুরশিদ মহল ভাটিপাড়া জামে মসজিদের পাশে বসে লুডু খেলছিল একই এলাকার আসাদ মিয়ার ছেলে বিপ্লব (১৮), হিরণ মিয়ার ছেলে রিয়াদ (১৭) ও মোফাজ্জল মিয়ার ছেলে তমিজ উদ্দিন (১৯)। একপর্যায়ে লুডু খেলা নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ঝগড়া হয়। এর জের ধরে বিপ্লব ও রিয়াদ লোহার রড দিয়ে তমিজ উদ্দিনকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা তমিজ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গতকাল বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তমিজ উদ্দিনের মৃত্যু হয়।

নিহত তমিজ উদ্দিনের বাবা মোফাজ্জল মিয়া বলেন, ‘বাড়ির পাশেই সমবয়সীদের সঙ্গে লুডু খেলার সময় ঝগড়া হয়। পরে বিপ্লব আর রিয়াদ লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। ছেলেকে বিদেশ পাঠানোর ভিসা হয়েছে, এখন আমার সবই শেষ।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘এ ঘটনার বিষয়ে পুলিশকে কেউ কিছু জানায়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠিয়েছি। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা