হোম > সারা দেশ > ময়মনসিংহ

চাকরি হারানো শিক্ষকের লাশ পড়েছিল সড়কে

ময়মনসিংহ প্রতিনিধি

রুহুল আমীন আকাশ। ছবি: সংগৃহীত

সরকার পরিবর্তনের পর চাকরি হারানো রুহুল আমীন আকাশ নামের এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার তাঁকে ময়মনসিংহ নগরীর শান্তিনগর এলাকার সড়কে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে রুহুল আমীন আকাশকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানা যায়নি।

রুহুল আমীন আকাশ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামের হাফেজ মোহাম্মদ নওয়াব আলীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং স্থানীয় দারুল আরকাম মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

আকাশের ভগ্নিপতি মো. আনিছুর রহমান বলেন, ‘প্রায় দেড় মাস আগে রুহুল আমীন আকাশ বিয়ে করে। তার স্ত্রী গাজীপুরে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করে। গতকাল রোববার আকাশ আমাদের বাসায় বেড়াতে এলে অসুস্থতাবোধ করে। আজ সকালে হাসপাতালে যাবে বলে বাসা থেকে বের হয়। পরে হাসপাতাল থেকে জানানো হয় আকাশ মারা গেছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে রুহুল আমীন আকাশকে সড়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, মরদেহ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিত করে বলা সম্ভব না।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, গতকাল শহরে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন রুহুল আমীন আকাশ। সকালে শান্তিনগর এলাকায় একা একা হাঁটতে বের হন তিনি। পরে সেখানে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান পথচারীরা।

শরীরে আঘাতের চিহ্ন আছে কি না ও এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না—এমন প্রশ্নে ওসি বলেন, শরীরে আঘাতের চিহ্ন নেই। হাঁটতে গিয়ে মাথা ঘুরিয়ে সড়কে পড়ে কিছুটা রক্তাক্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, ‘রুহুল আমীন আকাশ নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা মারা গেছেন বলে জানতে পেরেছি। তাঁর নামে মামলা ছিল কি না, এই মুহূর্তে মনে নেই। খোঁজখবর নেওয়ার চেষ্টা চলছে।’

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার