হোম > সারা দেশ > ময়মনসিংহ

পূর্ণদিবস কর্মবিরতির মধ্যেও ক্লাসে শিক্ষকেরা

ময়মনসিংহ প্রতিনিধি

সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলছে। ছবি: আজকের পত্রিকা

তিন দফা দাবিতে সারা দেশের মতো ময়মনসিংহেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে। তবে আজ সোমবার সকালে নগরীর কিছু বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস করাতে দেখা গেছে।

শিক্ষকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই তারা ক্লাস নিচ্ছেন। তবে দাবি আদায়ের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করছেন।

নগরীর সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস চলছে। প্রথম শ্রেণির দায়িত্বে থাকা শিক্ষক খাদিজা বেগম বলেন, ‘যেসব দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, সেগুলো সম্পূর্ণ যৌক্তিক। আমরাও আন্দোলনের সঙ্গে একমত। তবে ক্লাস করছি শুধু বাচ্চাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। না হলে ওরা বাইরে গিয়ে দুর্ঘটনায় পড়তে পারে।’

গোহাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই চিত্র দেখা গেছে। সেখানকার সহকারী শিক্ষক শারমিন সুলতানা বলেন, ‘কর্মবিরতি চলছে ঠিকই, তবে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা পাইনি। তাই ক্লাস করাচ্ছি। শিক্ষার্থীদের ছড়িয়ে-ছিটিয়ে পড়া ঠেকানোই মূল উদ্দেশ্য। তবে আমরা চাই, যৌক্তিক দাবি যেন বাস্তবায়ন হয়।’

এ বিষয়ে সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, ‘কর্মবিরতির বিষয়ে আমরা কিছু জানি না। আপনার কাছ থেকেই বিষয়টি শুনছি। আমরা আমাদের নিয়মিত কার্যক্রমই চালিয়ে যাচ্ছি।’

এর আগে আন্দোলনের অংশ হিসেবে সহকারী শিক্ষকেরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। আজ থেকে শুরু হয়েছে পূর্ণদিবস কর্মবিরতি।

আন্দোলনরত সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ যৌক্তিকভাবে সংস্কার করে সহকারী শিক্ষক পদকে শুরুর পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি নিশ্চিত করা।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে