কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আনন্দ মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় তাঁর দাফন করা হয়। এর আগে গতকাল রোববার রাত ১০টায় ফুলবাড়ী সদর ইউনিয়নের ফুলসাগর লেকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের বালাটারী গ্ৰামের সামসুল হকের ছেলে। মাছ ধরতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় আনন্দ মিয়া মাছ ধরতে যায়। রাত ৯টা পেরিয়েও বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজা শুরু করেন। একপর্যায়ে মরদেহ ফুলসাগর লেকের পানিতে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুণ-অর-হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।