হোম > সারা দেশ > ময়মনসিংহ

হলের কক্ষের দরজা ভেঙে শিক্ষার্থীকে জখম করল ছাত্রলীগ কর্মীরা

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে ছাত্রলীগের প্রোগ্রামে ডাকাকে কেন্দ্র করে হলের কক্ষের দরজা ভেঙে শিক্ষার্থীকে মারামারি ও জখমের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষে অবস্থানরত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ আহমেদ (ডায়মন্ড) আহত হন। 

খোঁজ নিয়ে জানা গেছে, মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু হলের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী তৌহিদের সঙ্গে বিবাদে জড়ায় হলের কয়েক জন জুনিয়র ছাত্রলীগ কর্মী। এর জেরেই জুমআর নামাজের পর তার উপর হামলা করে তাঁরা। এ সময় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা করা হয়। এতে শারীরিকভাবে জখম হন এবং মাথায় আঘাত পান ডায়মন্ড। পরে তাঁকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তার মাথার অঘাতে ৩টি সেলাই করা হয়েছে বলে জানা গেছে। 

এ বিষয়ে আক্রান্ত ডায়মন্ড কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘এ ব্যাপারে উপাচার্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। হল প্রশাসনের দ্বায়িত্বে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে এই ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।’ 

এ নিয়ে জানতে চাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল তদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে। আর বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করে সবচেয়ে বড় অপরাধ করেছে। আর আমরা ঘটনাস্থলে গিয়ে রক্ত দেখতে পেয়েছি। এই ঘটনায় দ্রুত অভিযুক্তদের তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।’

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার