ময়মনসিংহের হালুয়াঘাটে বাদশা মিয়া (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া ব্রিজ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বাদশা মিয়ার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বালিচান্দা গ্রামে। তিনি একই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আতকাপাড়া এলাকার একটি ব্রিজের পাশে এক যুবকের গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। যুবকের পরিচয় শনাক্ত করেছে তাঁর স্বজনেরা।
পুলিশের ধারণা, রাতে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে সড়কের পাশে তাঁর লাশ ফেলে রেখে যায়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, লাশের গলায় কাটা দাগ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।