হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এএসআই নিহত 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর আহম্মেদ (৪০) নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে কানুরামপুর-ত্রিশাল সড়কের উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।

নূর আহম্মেদ নেত্রকোনা জেলার মদন উপজেলার কুলিয়াটি গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে। 

নান্দাইল মডেল থানা সূত্রে জানা যায়, এএসআই নূর আহম্মেদ উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের পুলিশ বিটের দায়িত্বে ছিলেন। মামলাসংক্রান্ত বিষয়ে খোঁজ নিয়ে আসার পথে শনিবার দুপুর ১২টার দিকে কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসটি সড়কের পাশের বোরো ধানের জমির খেতে পড়ে যায়। ঘটনাস্থলেই নূর আহম্মেদ নিহত হন। 

খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। এএসআই নূর আহম্মেদ ২০২১ সালের ২৬ মার্চ নান্দাইল মডেল থানায় যোগদান করেন। 

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে