হোম > সারা দেশ > ময়মনসিংহ

আমরা বিশাল পরিবর্তনের মাধ্যমে এখানে এসেছি, বৈষম্য দূর করতে হবে: দুদক চেয়ারম্যান

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে গণশুনানিতে বক্তব্য দিচ্ছেন দুদকের চেয়ারম্যান। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর একটা বাহিনীর ভুয়া মুক্তিযোদ্ধার আবির্ভাব হয়েছিল। ঠিক একইভাবে ৫ আগস্টের পরে ভুয়া সমন্বয়ক বের হয়েছে। এভাবে দুদকের ভুয়া চেয়ারম্যান সেজে অভিযান করতে গিয়ে ধরা খেয়েছে। দুদকের ভুয়া চেয়ারম্যান পেলে তাদের ধরবেন।’

আজ রোববার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে জেলা প্রশাসক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

মোহাম্মদ আবদুল মোমেন আরও বলেন, ‘আমাদের সমাজে মিথ্যাচার দিয়ে শুরু হয়ে আস্তে আস্তে দুর্নীতি ঢুকে যায়। আমাদের কমিশনের জনবল অনেক কম। আমাদের জনবল বাড়লে আপনাদের ট্যাক্স ততই বাড়বে। আমরা অস্বীকার করি না যে আমাদের মধ্যে কম-বেশি কিছুটা দুর্নীতি হচ্ছে। দুর্নীতির সাপ্লাই সাইট আগে বন্ধ করতে হবে। সাপ্লাই সাইট বন্ধ হলে ডিমান্ড সাইট এমনিতেই বন্ধ হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের গণশুনানির উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। আমরা বিশাল পরিবর্তনের মাধ্যমে এখানে এসেছি। আমাদের বৈষম্য দূর করতে হবে। আমরা মৌলভীবাজার জেলাকে দুর্নীতিমুক্ত করতে পারলে আমাদের আনন্দ লাগবে। সব অফিসেই দুর্বৃত্ত আছে। প্রতিটি অফিসে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার গণশুনানি করবেন। দেখবেন এমনিতেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে।’

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরায়েলের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, দুর্নীতি দমন কমিশন মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হুসাইন, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, দুদক সমন্বিত হবিগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া, দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি মো. নাজমুস্ সা’দাৎ।

মৌলভীবাজারে দুর্নীতি দমন কমিশনের ১৭৫তম গণশুনানিতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ শুনে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন কমিশনের চেয়ারম্যান।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ