হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে মরা ব্রয়লারের মাংস বিক্রির দায়ে যুবকের জেল-জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রির সময় মো. আহাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে এক মাসের জেল ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন। 

আজ শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যক্তির কাছ থেকে ৮০ কেজি মরা ব্রয়লার মুরগির মাংস জব্দ করা হয়। আটক ওই যুবকের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় সাপ্তাহিক হাট বসে। ওই হাটে মরা ব্রয়লার মুরগির মাংস কেটে ডালায় সাজিয়ে বিক্রি করছিল দুই যুবক। এ সময় মাংস থেকে দুর্গন্ধ ও মাছি উড়তে থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাংসসহ স্থানীয়রা এক যুবককে আটক করলেও অন্যজন পালিয়ে যায়। 

এদিকে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম ঘটনাস্থলে উপস্থিত হন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মরা মুরগির মাংসের বিষয়টি নিশ্চিত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এসে আটক ব্যক্তিকে এক মাসের জেল ও ৩ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ওই ব্যক্তির কাছ থেকে ৮০ কেজির মতো মরা ব্রয়লার মুরগির মাংস জব্দ করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছে ওই যুবক। পরে তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষিত আইনে এক মাসের জেল ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার