গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনা আক্রান্ত ও ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে হাসপাতালটির করোনা ইউনিটে ২০৩ জন করোনায় এবং উপসর্গ নিয়ে ৭৪১ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন ময়মনসিংহ সদরের মোকলেছুর রহমান (৭৬) ও সরস্বতী রায় (৬৫)। জামালপুরের সরিষাবাড়ীর আব্দুল খালেক (৭৫) ও একই জেলা সদর উপজেলার মমতাজ (৫৫)। নেত্রকোনার বারহাট্টা উপজেলার আফাজুদ্দিন (৯০) ও টাঙ্গাইলের সদর উপজেলার জুনাইয়েদ আলী (৩৮)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার আনোয়ারা (২৬), ময়মনসিংহ সদর উপজেলার রিতা বসাক, আম্বিয়া (৬০), ফুলবাড়িয়ার সিদ্দিক মিয়া (৩০), গফরগাঁওয়ের শুভ রাজ মণ্ডল (৬০) এবং ঈশ্বরগঞ্জের আমেনা খাতুন (৭০)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউর ২১ জনসহ করোনা ইউনিটে ৪১৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৭৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মেহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১৫৪ জন করোনা শনাক্ত হয়েছেন। মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৯৯ জনের মৃত্যু হয়েছে।