হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মারা গেল ৩০০ মুরগি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে প্রচণ্ড গরমে টানা সাড়ে চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারের তিন শতাধিক ব্রয়লার মুরগি মারা গেছে। 

গতকাল রোববার উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মাহাবুব হাসানের খামারে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দারা জানান, মাহাবুব গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। শুক্র ও শনিবার প্রচণ্ড গরমের সঙ্গে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। বিদ্যুৎ বিভাগকে বারবার ফোন দিয়েও কোনো সাড়া পাননি খামারমালিক। বেলা ১টার দিকে চোখের সামনে মুরগিগুলো মারা যায়। 

খামারমালিকের ছোট ভাই ফাহাদ বিন সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেশি দামে খাদ্য কিনে মুরগিগুলো খামারে লালন-পালন করছি। কিন্তু প্রচণ্ড গরমে আগে ঘোষণা ছাড়াই সাড়ে চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় আমাদের তিন শতাধিক মুরগি মারা যায়। এতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়। বাকি মুরগিগুলোও অসুস্থ হয়ে পড়ায় বিক্রির অনুপযোগী হয়ে পড়ে।’ 

এ ব্যাপারে ত্রিশাল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোশারফ হোসেন বলেন, ‘বিদ্যুতের লাইন-সংক্রান্ত গাছের ডালপালা কাটার জন্য ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিতজনকে জানানো হয়েছে। তবে যেকোনো কারণে হয়তো তাঁকে জানানো সম্ভব হয়নি।’

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার