হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মারা গেল ৩০০ মুরগি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে প্রচণ্ড গরমে টানা সাড়ে চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারের তিন শতাধিক ব্রয়লার মুরগি মারা গেছে। 

গতকাল রোববার উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মাহাবুব হাসানের খামারে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দারা জানান, মাহাবুব গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। শুক্র ও শনিবার প্রচণ্ড গরমের সঙ্গে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। বিদ্যুৎ বিভাগকে বারবার ফোন দিয়েও কোনো সাড়া পাননি খামারমালিক। বেলা ১টার দিকে চোখের সামনে মুরগিগুলো মারা যায়। 

খামারমালিকের ছোট ভাই ফাহাদ বিন সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেশি দামে খাদ্য কিনে মুরগিগুলো খামারে লালন-পালন করছি। কিন্তু প্রচণ্ড গরমে আগে ঘোষণা ছাড়াই সাড়ে চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় আমাদের তিন শতাধিক মুরগি মারা যায়। এতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়। বাকি মুরগিগুলোও অসুস্থ হয়ে পড়ায় বিক্রির অনুপযোগী হয়ে পড়ে।’ 

এ ব্যাপারে ত্রিশাল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোশারফ হোসেন বলেন, ‘বিদ্যুতের লাইন-সংক্রান্ত গাছের ডালপালা কাটার জন্য ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিতজনকে জানানো হয়েছে। তবে যেকোনো কারণে হয়তো তাঁকে জানানো সম্ভব হয়নি।’

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস