নান্দাইলে হাতবাঁধা অবস্থায় সুজন মিয়া (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া আশ্রয়ণ প্রকল্পের পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আজ সোমবার (২ জুন) দুপুরে নান্দাইল মডেল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত সুজন মিয়া পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার চর জামাইল গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার রাতের কোনো এক সময় সুজন মিয়াকে হত্যা করা হয়। পরে নান্দাইলের খারুয়া ইউনিয়নের মহেশকুড়া আশ্রয়ণ প্রকল্পের পাশে জনৈক আব্দুল হালিমের বাগানের আমগাছে হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়। আজ দুপুরের দিকে গাছে মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো এক সময় তাঁকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।