হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় মাদকের টাকা না পেয়ে বাবার ওপর চড়াও, লাঠির আঘাতে যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় বাবার লাঠির আঘাতে সুমন মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে এই ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

আজ শনিবার সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুমন মিয়া নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকার জন্য বাবাকে প্রায়ই চায় দিতেন। এসব নিয়ে বাবা শাহেদ মোড়লের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। গতকাল শুক্রবার সকালে মাদকের জন্য সুমন তার বাবার কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাবার ওপর চড়াও হন সুমন। 

এ সময় হাতের কাছে থাকা কাঠের লাঠি দিয়ে সুমনের মাথায় আঘাত করেন তাঁর বাবা। তাতে গুরুতর আহত সুমনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো তাঁকে হয়। মমেকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা