হোম > সারা দেশ > ময়মনসিংহ

অপহরণের ২৫ দিন পর কিশোরী উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে অপহরণের ২৫ দিন পর কিশোরীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রোববার সন্ধ্যায় জেলা পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে একইদিন দুপুরে মহানগরীর থানাঘাট এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। 

অপহরণের শিকার ওই কিশোরী গৌরীপুর উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করত। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ওই কিশোরীর স্কুলে যাওয়া-আসার পথে একই উপজেলার মজিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২২) প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতেন। ওই স্কুলছাত্রী বিরক্ত হয়ে তার বাবাকে বিষয়টি জানায়। পরে কিশোরীর বাবা দেলোয়ার হোসেনের বাবাকে বিষয়টি জানান। 

তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, এ ঘটনার পর ১৩ জুলাই ওই কিশোরী নানার বাড়িতে যাওয়ার পথে দেলোয়ার তাকে অপহরণ করেন। পরে কিশোরীর বাবা বাদী হয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উদ্ধারের মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে