শেরপুরের নালিতাবাড়ীতে মৌমাছির হুলে কোরবান আলী (৪০) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী বাইগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী মৌমাছির হুলে কাঠমিস্ত্রীর মৃত্যুর সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার জানায়, আজ সকালে কোরবানসহ ৫-৬ জন মিলে বড়শি দিয়ে মাছ ধরার মরাগাঙ্গী খালের খরখরিয়া ব্রিজ এলাকায় যায়। সেখানে আগে থেকেই একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল। গাছের নিচে বসে মাছ ধরার একপর্যায়ে মৌচাক থেকে মৌমাছি দল বেধে কোরবান আলীকে শরীরে হুল ফোটায়। এ সময় তাঁর চিৎকারে সঙ্গীয়রা আগুনের সাহায্যে কোরবান আলীকে উদ্ধার করে প্রথমে নন্নী হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক পাশের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলীর মৃত্যু হয়।