হোম > সারা দেশ > ময়মনসিংহ

বন্যায় ভেঙে পড়েছে ময়মনসিংহের স্বাস্থ্যসেবা

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নিমজ্জিত হয় তিন উপজেলার বিভিন্ন এলাকা। পানিবন্দী হয়ে পড়ে বেশ কিছু কমিউনিটি ক্লিনিক। এতে ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড়েছে রোগীর চাপ।

স্থানীয় প্রশাসন ও বন্যাদুর্গতদের কাছ থেকে জানা গেছে, ৪ অক্টোবর বন্যা পরিস্থিতি সৃষ্টির পর হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে পানি নামছে ধীরগতিতে। সেই সঙ্গে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। তিন উপজেলায় পানিতে তলিয়ে যায় ৩০টির মতো কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র। পানি কমতে শুরু করলেও রাস্তাঘাট তলিয়ে থাকায় সেবা কেন্দ্রে যেতে পারছে না মানুষজন। এতে কয়েক হাজার মানুষ বিপাকে পড়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পানি কমার পাশাপাশি ভেঙে যাওয়া রাস্তা মেরামত না করা পর্যন্ত স্বাস্থ্যসেবার পুরোপুরি সুফল পাবে না মানুষ। 
স্থানীয় লোকজন জানায়, ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সঞ্চুর কমিউনিটি ক্লিনিকের চারপাশে এখনো কোমরসমান পানি। ৪ অক্টোবর থেকে বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। 

স্থানীয় রাকিব হাসান বলেন, এ ক্লিনিকে প্রতিদিন ১০০ থেকে ১২০ জন সেবা নিত। বন্যা হওয়ার পর থেকে ক্লিনিকে রোগী ও দায়িত্বরত কেউ আসছে না। ক্লিনিক বন্ধ থাকলেও বিকল্প সেবা যদি চালু করা হতো, তাহলে বন্যার মধ্যে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হতো।

একই উপজেলার রূপসী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দুটি ভবনে এখনো হাঁটুসমান পানি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেখানকার দায়িত্বরত মোস্তাফিজুর রহমান নিয়মিত যান না। বন্যা হওয়ার পর তাঁর উপস্থিতি আরও কমেছে।

কৃষ্ণপুর গ্রামের কুদরত উল্লাহ বলেন, ‘আমাদের স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ থাকলে ডাক্তার থাকে না, আর ডাক্তার থাকলে ওষুধ থাকে না। এভাবেই চলছে বছরের পর বছর। প্রতি মাসের ৮-১০ তারিখের মধ্যেই ওষুধ শেষ হয়ে যায়। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে অডিট কার্যক্রম জোরদার করা প্রয়োজন।’

রূপসী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সবকিছুর তো সীমাবদ্ধতা আছে। প্রতি মাসে ২২-২৩ আইটেমের ওষুধ আসে, আবার কোনো মাসে আসেও না। ওষুধ এলে রোগী ছাড়া তার স্বজনেরাই নিতে ভিড় জমায়। তখন না দিলেই ভালো না।’

চারদিকে বন্যার পানির কারণে ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের রাউতি কমিউনিটি ক্লিনিকের সেবা কার্যক্রম ৪ অক্টোবর থেকে ব্যাহত হচ্ছে। কমিউনিটি ক্লিনিকটির হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রাসেল পালোয়ান বলেন, ‘ক্লিনিকের চারদিকে শুধু পানি আর পানি। আমি নিয়মিত গেলেও রোগীরা আসছে না।’

ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জায়েদ মাহবুব খান বলেন, ‘চলমান বন্যায় ফুলপুর সদর, ছনধরা এবং সিংহেশ্বর ইউনিয়নে ১০টি কমিউনিটি ক্লিনিক ও সেগুলোর আশপাশের রাস্তায় পানি উঠে সেবা ব্যাহত হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্লিনিকে গেলেও রোগী আসতে পারছে না পানির কারণে। রাস্তাঘাট ঠিক না হওয়া পর্যন্ত মনে হচ্ছে না রোগীরা সেবা নিতে আসবে।’

ধোবাউড়া উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা নাজনীন নিপা বলেন, ‘পুরো উপজেলায় ২৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। চলমান বন্যার কারণে এখনো রাউতি কমিউনিটি ক্লিনিক, রায় কান্দুলিয়া কমিউনিটি ক্লিনিক, পাতাম কমিউনিটি ক্লিনিক ও তারাইকান্দি কমিউনিটি ক্লিনিকে সেবা কার্যক্রম চালু হয়নি। অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার জন্য আসছে। সীমাবদ্ধতার মধ্যেও আমরা চেষ্টা করছি শতভাগ সেবা নিশ্চিতের।’

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, উপজেলার বটগাছিয়া কান্দা কমিউনিটি ক্লিনিক ও আতুয়া জঙ্গল কমিউনিটি ক্লিনিকের সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। বন্যায় ১০টি ক্লিনিকে পানি প্রবেশ করেছিল। সেগুলো থেকে পানি সরে গেলেও রাস্তাঘাটে পানি থাকায় সেবাগ্রহীতারা সেখানে যেতে পারছে না। এতে গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়েছে।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তিন উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু কমিউনিটি ক্লিনিকে পানি ঢুকলেও ওষুধ এবং মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এখন পানি কমতে শুরু করলেও বেহাল রাস্তার কারণে রোগীরা সেবা নিতে আসতে পারছে না।’

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল