হোম > সারা দেশ > জামালপুর

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

তানজিল টুটুল। ছবি; সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ইয়াবা সেবনের দুটি ভিডিও ভাইরাল হয়েছে। এগুলো আজ শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে পরে শুরু হয় সমালোচনা।

ওই নেতার নাম তানজিল টুটুল। তিনি বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মধ্য পলাশতলা গ্রামের বাসিন্দা। ভিডিওতে দেখা গেছে, একটি ঘরে বিছানার ওপর লুঙ্গি ও গেঞ্জি পরে একজন ইয়াবা সেবন করছেন। দাবি করা হচ্ছে, ভিডিওর ওই ব্যক্তি টুটুল।

এ বিষয়ে জানতে চাইলে টুটুল বলেন, ‘এটা সত্যিকার অর্থে আমি না। আমি দুইটা ভিডিও দেখেছি। ভিডিওগুলো এক সাইড থেকে নেওয়া। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। আমি কোনো নেশার সঙ্গে জড়িত ছিলাম না। আমি নেশামুক্ত দেশ, জাতি ও বকশীগঞ্জ চাই।’

বিগত সরকারের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে এই নেতা বলেন, ‘আমি বিএনপির দুঃসময়ে সামনের কাতারে ছিলাম। মামলার আসামি ছিলাম, জেল খেটেছি।’

যোগাযোগ করা হলে বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন বলেন, ‘ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে আমরা টুটুলকে জিজ্ঞাসা করেছিলাম। প্রথমে অস্বীকার করলেও পরে জানায় যে এগুলো ১০ বছর আগের। কয়েক দিন পরে আমাদের বকশীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল। এটা নিয়ে ব্যস্ত আছি। কাউন্সিল শেষ হলেই প্রয়োজনীয় দলীয় ব্যবস্থা নেব।’

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার