হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহের সেই ট্যাংক-লরি থেকে এখনো বের হচ্ছে গ্যাস, চলাচলে নিষেধাজ্ঞা

ময়মনসিংহ প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত ফিলিং স্টেশনের এলপিজির ট্রাংক লড়ি থেকে এখনো গ্যাস বের হচ্ছে। ফাইল ছবি

ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস মোড়ে দুর্ঘটনাকবলিত ফিলিং স্টেশনের ট্যাংক-লরি থেকে এখনো গ্যাস বের হচ্ছে। সে জন্য ফিলিং স্টেশনের সামনের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ফিলিং স্টেশনের ৫০০ মিটার এলাকায় যানবাহন ও মানুষ চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে গত সোমবার রাতে গণবিজ্ঞপ্তি জারি করেছে। বর্তমানে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সংশ্লিষ্ট সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এখানে একধরনের গাফিলতি রয়েছে। এ কারণেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবস পর কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।

ময়মনসিংহের তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক সুরঞ্জিত কুমার দে বলেন, ‘দুর্ঘটনাকবলিত এলাকা দুই দফা পরিদর্শন করেছি। দুর্ঘটনাসংক্রান্ত আমাদের একটি স্থায়ী কমিটি রয়েছে। আমরা সেই আলোকে প্রতিবেদন দিব। দুর্ঘটনার জন্য ফিলিং স্টেশন কতৃর্পক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না।’

উল্লেখ্য, গত সোমবার ঢাকা থেকে আনা একটি এলপিজি গ্যাসের ট্যাংক-লরি থেকে গ্যাস নামানো হচ্ছিল। এর খানিকটা দূরেই একটি প্রাইভেট কারে গ্যাস দেওয়া হচ্ছিল। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা ২টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সাতটি গাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় তিনটি দোকান। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা