হোম > সারা দেশ > জামালপুর

ধর্ম প্রতিমন্ত্রীকে এলাকাবাসী প্রত্যাখ্যান করেছেন: মন্তব্য জাপা নেতার 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে এলাকাবাসী প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। তিনি বলেছেন, টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকেও মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে ব্যর্থ হয়েছেন ফরিদুল হক খান দুলাল। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ নির্বাচনী এলাকা ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারে জাতীয় পার্টির আঞ্চলিক কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপুরের গুঠাইল বাজারে গণসংযোগ করেন মোস্তফা আল মাহমুদ। 

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলালকে উদ্দেশ্য করে মোস্তফা আল মাহমুদ বলেন, ‘তিনি এলাকায় আসলে জনগণ তাঁর সঙ্গে থাকেন না। এখানে তাঁর কোনো ভোট নেই। এ আসন গতবারের মতো তাঁকে আর ছেড়ে দেওয়া হবে না। জাতীয় পার্টির পক্ষ থেকেই এই আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করা হবে। ভবিষ্যতে আমাদের বিজয় সুনিশ্চিত।’ 

তিনি আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে আমাকে ইতিমধ্যে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হয়েছে। গতবারের মতো আর কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে অতীতের মতোই দেশে উন্নয়নের প্লাবন সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সব উপজেলায় গড়ে তোলা হবে শিল্প কারখানা।’ 

উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিপুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান প্রমুখ। 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা