হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাইকেল চালিয়ে ৩১৬ কিলোমিটার পথ পাড়ি দিলেন নান্দাইলের জুনায়েদ

প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)

ছোট বেলা থেকেই সাইকেল চালানোর শখ জুনায়েদের (২২)। সাইকেল চালানোর শখ থাকলেও সময় সুযোগের অভাবে সেই শখ পূরণ হয়ে ওঠেনি। করোনার কারণে কলেজ বন্ধ থাকায় এবার সুযোগ কাজে লাগিয়েছেন এই যুবক। সাইকেল চালিয়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে দীর্ঘ ৩১৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন ময়মনসিংহের নান্দাইলে। 

জুনায়েদ বলেন, ‘ছোট বেলা থেকেই সাইকেল চালিয়ে অনেক দূর পথ পাড়ি দেওয়ার ইচ্ছা ছিল। সেই শখ অবশেষে পূরণ হয়েছে। যাত্রাটা আমার কাছে ভালোই লেগেছে। তবে শরীরে একটু ব্যথা অনুভব করছি। ভবিষ্যতে সাইকেল চালিয়ে আরও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার স্বপ্ন আছে।’ 

জানা গেছে, গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন জুনায়েদ। সন্ধ্যা ৭টার দিকে তিনি চৌমুহনী এসে পৌঁছান। মধ্যরাতে আকাশের অবস্থা ভালো না থাকায় কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর এলাকায় ফুপাতো বোন রুনা ইসলামের বাসায় রাত্রি যাপন করেন। সোমবার ফের শুরু হয় জুনায়েদের যাত্রা। গতকাল বিকেলে তিনি পৌঁছান নান্দাইল সদরে। নান্দাইল সদরে জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভের সামনে এসে যাত্রা শেষ করেন। 

চট্টগ্রাম থেকে নান্দাইলে সাইকেলে চড়ে যাত্রা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করেন জুনায়েদ। তাঁর পোস্টে অনেকেই তাঁকে অভিনন্দন জানান।   

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা