হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রয়াত প্রতিমন্ত্রীর স্ত্রীর জানাজায় মোবাইল ফোন হারালেন ধর্মমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে প্রয়াত প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রীর জানাজায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের একটি আইফোনসহ দুটি মোবাইল ফোন কে বা করা হাতিয়ে নিয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঘটনা ঘটে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের সহধর্মিণী হাসনা মোশারফের নামাজে জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। এ সময় তিনি পাঞ্জাবির পকেটে নিজের মোবাইল ফোন দুটি রেখে দেন। জানাজার নামাজ শেষ করে পাঞ্জাবি পকেটে রাখা মোবাইল দুটি ব্যবহার করতে গিয়ে আর পাননি তিনি। তাঁর হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে একটি আইফোন আছে।

এ বিষয়ে জানতে রাত ৮টার দিকে ধর্মমন্ত্রীর সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগ করলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শিপন আহম্মেদ কল রিসিভ করে আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রী মহোদয় এখন ব্যস্ত আছেন।’ হারিয়ে যাওয়া মোবাইল ফোন দুটির বিষয়ে তিনি বলেন, ‘এখনো হারিয়ে যাওয়া দুটি মোবাইল ফোন পাওয়া যায়নি।’ 

ওসি সুমন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘জানাজার নামাজ শেষ হওয়ার পর ধর্মমন্ত্রী মহোদয় পাঞ্জাবির পকেটে রাখা দুটি মোবাইল ফোন হারিয়ে ফেলেন। জানতে পেরেছি, মন্ত্রী মহোদয় সেটিংয়ে এয়ারপ্লেন মুড অপশন চালু রেখে পাঞ্জাবির পকেটে দুটি মোবাইল ফোন রেখেছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী