হোম > সারা দেশ > ময়মনসিংহ

কয়েলের আগুনে দগ্ধ: দুটি পা-ই হারাল ৮ মাস ও ৬ বছর বয়সী শিশু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় কয়েলের আগুনে দগ্ধ দুই শিশু জাফরা (৬) ও মায়ানের (৮ মাস) চার পা হাঁটু পর্যন্ত কেটে ফেলা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন শিশুদের বাবা মো. রবিন মিয়া।

মো. রবিন মিয়া জানান, অগ্নিদগ্ধ তাঁর স্ত্রী ও দুই সন্তানকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তির পর দুই সন্তানেরই চার পা কেটে ফেলা হয়েছে। তা ছাড়া তাঁর স্ত্রী মনি আক্তারের (৩০) অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি। 

রবিন মিয়া ভালুকা খাদ্যগুদামের নিরাপত্তা প্রহরী। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তোতা খাঁর ভিটায় আবুল ফজলের বাসা ভাড়া নিয়ে সেখানে স্ত্রী মনি আক্তার, শিশু জাফরা ও মায়ানকে নিয়ে বাস করছেন। গত শনিবার রাতে ঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন তাঁরা। এ সময় রবিন মিয়া বাসায় ছিলেন না। 

গতকাল রোববার ভোরে ঘর থেকে চিৎকার শুনে আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। আগুনে ঘরের সব আসবাব পুড়ে ছাই হয়ে যায়।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা