হোম > সারা দেশ > জামালপুর

বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল মাতব্বরের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি থামাতে গিয়ে আজিজ সর্দার (৬০) নামে এক মাতব্বরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার চর ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামের আব্দুল সালামের সঙ্গে ৭ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল করিম মণ্ডলের বিরোধ চলছিল। আজ সকালে ওই বিরোধপূর্ণ জমি চাষ করতে যান আব্দুল সালম ও তার লোকজন। এতে আব্দুল করিম মণ্ডল ও তার লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেখানে গিয়ে স্থানীয় মাতব্বর আজিজ সর্দার বিরোধ মেটানোর চেষ্টা করেন। এ সময় আব্দুল সালামের স্ত্রী রেভা বেগম উত্তেজিত হয়ে আজিজ সর্দারকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি পাশে রাখা কোদালের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের জামাতা সোহাগ সরকার বলেন, ‘আমার শ্বশুর গ্রামের একজন সম্মানিত মানুষ। রেভা বেগমের ধাক্কাতেই শ্বশুরের মৃত্যু হয়েছে।’ এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু