হোম > সারা দেশ > ময়মনসিংহ

জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করায় দেওয়া হলো উপহার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

শিশু জন্ম নেওয়ার ৪৫ দিনের মধ্যে ডিজিটাল জন্মসনদের আবেদন করায় দেওয়া হয়েছে পুরস্কার ও সনদ। এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা। আজ রোববার দুপুরে পৌরসভার কার্যালয় থেকে জন্মের ৪৫ দিনের আগে ডিজিটাল জন্মসনদ করায় দুজনকে উপহার ও সনদ তুলে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এই দুজনকে উপহার তুলে দেওয়ার মাধ্যমে এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করা হয়। 

যাঁরা এ উপহার পেয়েছেন তাঁরা হলেন হালুয়াঘাট পৌর শহরে ৪ নম্বর ওয়ার্ডের আজিজুল ইসলামের মেয়ে জান্নাতুল মাওয়া এবং পলাশ মিয়ার মেয়ে রোশা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক সারা দেশে জন্মনিবন্ধনকে শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে হালুয়াঘাট পৌরসভার বাসিন্দাদের ডিজিটাল জন্মসনদ নিবন্ধনের প্রতি আগ্রহ বাড়াতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন পৌর মেয়র খায়রুল আলম ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ, কাউন্সিলর ফারুক হোসেন, মহিলা কাউন্সিলর রেবেকা, অফিস কর্মকর্তা ও কর্মচারীরা। 

পৌর মেয়র খায়রুল আলম বলেন, ‘শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে যারা ডিজিটাল জন্মসনদ নিবন্ধন করবে তাদের উপহারসহ প্রশংসাপত্র দেওয়া হবে। আজ (রোববার) এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।’ এ সময় পৌর মেয়র সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা কামনা করছেন। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার