হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে মতিন হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলার রায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামি মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন, রুবেল, সেলিম, সোহাগ, মো. ইদ্রিছকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। তা ছাড়া মোফাজ্জল হোসেন রুবেল ও দুলাল উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পীযূষ কান্তি সরকার বলেন, ২০১৮ সালের ৪ জুলাই রাতে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মতিন (৬৫) মাছের খামারে রাত যাপনের জন্য বাড়ি থেকে বের হন। পরদিন ভোরে খামারের পানিতে তাঁর গলাকাটা লাশ ভাসতে দেখা যায়।

এ ঘটনায় নিহতের ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি তদন্ত শেষে পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আজ এই রায় দেন।

মামলার বাদী মাহমুদুল হাসান মামুন বলেন, ‘এ রায়ে আমরা খুশি। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজনকে ফাঁসি দিলে ভালো হতো।’

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা