হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ আ.লীগের সহসভাপতি ইউসুফকে লাঠিপেটা, ভিডিও ভাইরাল

ময়মনসিংহ প্রতিনিধি

আওয়ামী লীগ নেতা ইউসুফ খান পাঠানের পাশে লাঠি হাতে এক যুবক। ছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান ইউসুফ খান পাঠানকে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গতকাল বুধবার গভীর রাতে প্রকাশ করা ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, এক অজ্ঞাতপরিচয় যুবক ইউসুফের দুই হাত চেপে ধরে রেখেছেন। এ সময় মাস্ক পরা আরেক যুবক তাঁকে লাঠিপেটা করছেন।

ইউসুফ খান ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদে দায়িত্ব পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাঠিপেটার ভিডিওটি ঢাকার কোনো একটি এলাকার। আত্মগোপনে থাকা অবস্থায় কিছুদিন আগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কাছে এই আওয়ামী লীগ নেতার পরিচয় প্রকাশ হলে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁকে লাঠিপেটা করা হলেও পরে মধ্যস্থতার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

নগরীর মহারাজা রোডের বাসিন্দা আব্দুল মজিদ জানান, ৫ আগস্ট থেকে ইউসুফ খান ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। আমরা তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছি। আমিও শুনেছি তাঁকে লাঠিপেটা করা হয়েছে। তবে ঘটনাটি ময়মনসিংহে নয়।’

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার