হোম > সারা দেশ > ময়মনসিংহ

কিশোরকে বাঁশের খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে কবুতর চুরির অপবাদে হৃদয় (১৩) নামে এক কিশোরকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত হৃদয় বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই কিশোরের বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেন।

গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়া ধলা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হৃদয় ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়া ধলা গ্রামের পাল্লা শেখের বাড়ির মো. জলিল উদ্দিনের ছেলে। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার দিবাগত মধ্যরাতে কাজ শেষ করে হৃদয় সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের জামাল উদ্দিনসহ কয়েকজন তার পথ আটকে দেন এবং ভুক্তভোগীকে কবুতর চুরির অপবাদ দিয়ে দোষারোপ শুরু করেন। তাদের এ অপবাদের প্রতিবাদ করলে জামাল উদ্দিনসহ তার সহযোগীরা হৃদয়ের হাত-পা বেঁধে ফেলেন। পরে অজ্ঞাত কয়েকজনসহ জামাল উদ্দিনের বাড়ির সামনে একটি বাঁশের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় হৃদয়কে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। 

এ বিষয়ে অভিযুক্ত জামাল উদ্দিন বলেন, ‘হৃদয়কে হাতে নাতে আটক করি। পরে অজ্ঞাত কয়েকজন তাকে মারধর করেছে।’ 

এ বিষয়ে কিশোর হৃদয়কে নির্যাতনের সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি হৃদয় কাজ শেষে বাড়ি ফেরার পথে জামাল উদ্দিনের বাড়ির সামনে গেলে তাকে কবুতর চোর সন্দেহে মারধর করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা