হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেয়েকে গলাকেটে হত্যা করল মা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ফুলবাড়িয়া উপজেলার দাওশা গ্রামে চার বছর বয়সের শিশু কন্যা মাহমুদাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে মা নাজমা আক্তার। আজ বৃহস্পতিবার দুপুরে ঘাতক মা নাজমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুটিজানা ইউনিয়নের দাওশা গ্রামের হযরত আলী মেয়ে নাজমা আক্তারের বিয়ে হয় মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে রমজান আলীর কাছে। স্বামী রজমান আলী মাদক ও জুয়া খেলায় আসক্ত থাকায় গত চার বছর আগে তিন মাসের গর্ভবতী অবস্থায় বাবার বাড়িতে চলে আসেন নাজমা। সেখানেই তিনি সন্তান নিয়ে বসবাস করছিল। গত তিন বছর যাবৎ নাজমা আক্তার মানসিক রোগী। মাঝে মধ্যে তাঁকে বাড়িতে শিকল দিয়ে পায়ে বেঁধে রাখা হয়। গত তিন মাস যাবৎ কিছুটা ভালো হলে তাঁর পায়ের শিকল খুলে দেয় পরিবারের লোকজন। আজ বৃহস্পতিবার সকালে মাহমুদা নানার বাড়ির পাশে উঠানে খেলা করছিল। মা নাজমা আক্তার কাস্তে হাতে নিয়ে উঠানেই নিজের মেয়েকে জবাই করে ছোটাছুটি করছিল। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। 

ফুলবাড়িয়া থানার এসআই মো. হানিফ উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মা নাজমা আক্তার পাগল, তিন মাস আগেও তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কিছুটা ভালো হওয়ায় পায়ের শিকল খোলে দেওয়া হয়, গতকাল সকালে নিজের মেয়েকে জবাই করে।

ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শিশুটির লাশ উদ্ধার করে দুপুরেই ঘাতক মাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল