হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেয়েকে গলাকেটে হত্যা করল মা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ফুলবাড়িয়া উপজেলার দাওশা গ্রামে চার বছর বয়সের শিশু কন্যা মাহমুদাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে মা নাজমা আক্তার। আজ বৃহস্পতিবার দুপুরে ঘাতক মা নাজমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুটিজানা ইউনিয়নের দাওশা গ্রামের হযরত আলী মেয়ে নাজমা আক্তারের বিয়ে হয় মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে রমজান আলীর কাছে। স্বামী রজমান আলী মাদক ও জুয়া খেলায় আসক্ত থাকায় গত চার বছর আগে তিন মাসের গর্ভবতী অবস্থায় বাবার বাড়িতে চলে আসেন নাজমা। সেখানেই তিনি সন্তান নিয়ে বসবাস করছিল। গত তিন বছর যাবৎ নাজমা আক্তার মানসিক রোগী। মাঝে মধ্যে তাঁকে বাড়িতে শিকল দিয়ে পায়ে বেঁধে রাখা হয়। গত তিন মাস যাবৎ কিছুটা ভালো হলে তাঁর পায়ের শিকল খুলে দেয় পরিবারের লোকজন। আজ বৃহস্পতিবার সকালে মাহমুদা নানার বাড়ির পাশে উঠানে খেলা করছিল। মা নাজমা আক্তার কাস্তে হাতে নিয়ে উঠানেই নিজের মেয়েকে জবাই করে ছোটাছুটি করছিল। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। 

ফুলবাড়িয়া থানার এসআই মো. হানিফ উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মা নাজমা আক্তার পাগল, তিন মাস আগেও তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কিছুটা ভালো হওয়ায় পায়ের শিকল খোলে দেওয়া হয়, গতকাল সকালে নিজের মেয়েকে জবাই করে।

ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শিশুটির লাশ উদ্ধার করে দুপুরেই ঘাতক মাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে