হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় একই দিনে পৃথক স্থানে স্বামী-স্ত্রীসহ ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় পৃথক বাড়ি থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়া ও কাশর চৌরাস্তা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির।

নিহতেরা হলেন—দিনাজপুরের ঘাগড়াগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে মফিজুর রহমান সাগর (২৪) ও তাঁর স্ত্রী নেত্রকোনার মদন থানার মশিউর রহমানের মেয়ে রেহেনা আক্তার নূপুর (২২) এবং কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে সোনালী আক্তার (১৮)।

পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির বলেন, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকা থেকে একই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মফিজুর রহমান সাগর ও তাঁর স্ত্রী রেহেনা আক্তার নূপুরের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা স্থানীয় ক্রাউন ফ্যাক্টরিতে চাকরি করতেন।

তিনি আরও বলেন, এদিন একই এলাকায় কাশর চৌরাস্তা এলাকা থেকে সোনালী আক্তার নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২