হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ১০ শ্রমিকের মধ্যে সাড়ে ৫ লাখ টাকার চেক বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও তাঁদের পরিবারের মধ্যে ৫ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ জন শ্রমিকের মধ্যে ১০টি চেকের মাধ্যমে এই অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক এনামুল হক। 

সুবিধাভোগীদের মধ্যে সাতজন শ্রমিকের চিকিৎসা বাবদ ৫ লাখ টাকার চেক, দুজন শ্রমিকের সন্তানের উচ্চশিক্ষার বৃত্তি বাবদ ৬০ হাজার টাকার চেক এবং একজন শ্রমিকের মৃত্যুজনিত আর্থিক সহায়তা বাবদ ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়। 

চেক বিতরণের সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকেরা উপস্থিত ছিলেন। 

সূত্র জানায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা, কর্মরত অবস্থায় কোনো শ্রমিক মারা গেলে তাঁর পরিবারকে সর্বোচ্চ ২ লাখ টাকা, কর্মরত কোনো নারী শ্রমিক গর্ভবতী হলে তাঁর আর্থিক সহায়তা বাবদ ২৫ হাজার টাকা, সরকারি মেডিকেল কলেজ, সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শ্রমিকের সন্তানকে সর্বোচ্চ ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে