হোম > সারা দেশ > ময়মনসিংহ

টানা ৬ দফায় ৩১ বছর ধরে ইউপি সদস্য আবুল কালাম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম। ৬৩ বছর বয়সের মধ্যে টানা ৩১ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছেন। ছয়বার নির্বাচনে অংশ নিয়ে ছয়বারই নির্বাচিত হয়ে ১৯৯১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি এই পদে রয়েছেন। 

আবুল কালাম ১৯৯১ সালে প্রথম সাধারণ সদস্য পদে নির্বাচিত হন। পরে ১৯৯৫ সালে দ্বিতীয়বার, ২০০৩ সালে তৃতীয়বার, ২০১১ সালে চতুর্থবার, ২০১৬ সালে পঞ্চবার এবং ২০২২ সালের ৫ জানুয়ারি ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী আফাজ উদ্দিন আকন্দ এবং ২০২২ সালে প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম রুবেলকে এক ভোটে পরাজিত করে তিনি বিজয়ী হন। 

ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে চলতি বছরের ৫ জানুয়ারি মোয়াজ্জেমপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলে। এতে মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আবুল কালাম (টিউবওয়েল), আসাদুল ইসলাম রুবেল (মোরগ), আনোয়ার হোসেন সোহেল (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করেন। 

৫ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেমপুর গ্রামে মোট ভোটার ২ হাজার ৫০৯ জন। এর মধ্যে ১ হাজার ৮২১ ভোট কাস্টিং হয়। বাতিল হয় ১৩২ ভোট। এইি নির্বাচনে আবুল কালাম ৬৫৪ ভোট, আসাদুল ইসলাম রুবেল ৬৫৩ ভোট এবং আনোয়ার হোসেন সোহেল ৩৮২ ভোট পান। এক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম রুবেলকে পরাজিত করে বিজয়ী হন আবুল কালাম। 

আবুল কালামের পরিবারে ৩ মেয়ে ও ৬ ছেলে রয়েছে। দীর্ঘদিন ইউপি সদস্য থেকেও পরিবারের ভরণপোষণ ছাড়া কিছুই করতে পারেননি তিনি। বাস করেন একটি টিনের ঘরে। এক দুর্ঘটনায় হাত ভেঙে গেলে ভাঙা হাত নিয়েই ৩১ বছর ধরে সাধারণ সদস্য পদে দায়িত্ব পালন করছেন। 

বারবার একই ব্যক্তিকে মেম্বার পদে জয়ী করার কারণ জানতে চাইলে স্থানীয় ভোটারেরা বলেন, মেম্বার তো মেম্বারি ছাড়া আর কিছু করতে পারে না। তাঁর পরিবারে তিনিই প্রধান। ছেলেমেয়ের পড়াশোনা ও ভরণপোষণ তাঁকেই করতে হয়। যোগ্য ব্যক্তি, শেষ বয়স বলে বারবার সুযোগ দিচ্ছি। 

ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ৫ নম্বর ওয়ার্ডের মানুষের সেবায় নিয়োজিত আছি। শেষ বয়সে এসেও জনগণের ভালোবাসায় ১ ভোটের ব্যবধানে আবারও বিজয়ী হয়েছি। নির্বাচনটা আমার কাছে নেশা হয়ে গেছে। এটাই হয়তো আমার শেষ নির্বাচন; আগামীতে আমার বড় ছেলে নির্বাচন করতে পারে। 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ