হোম > সারা দেশ > ময়মনসিংহ

শ্রীবরদীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত, আটক ৩ 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমুল চড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো, আরিফ (২০), মুখলেছ (৩০) ও মনির (৩৪)।

নিহত পরীক্ষার্থী বিপ্লব হাসান (১৮) পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের কাবিল মিয়ার ছেলে। সে স্থানীয় মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতন থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, বিপ্লব হাসান দহেরপাড় গ্রামে তার নানা আব্দুল মজিদের (৭০) বাড়িতে বাস করত। গতকাল রোববার রাতে ওয়াজ মাহফিলে যায় বিপ্লব। এর আগে ওই দিন সন্ধ্যায় শিমুল চড়া গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

এরই জেরেই গতকাল রাতে ২০-২৫ জনের একটি দল বিপ্লব হাসানকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় সে। এ সময় বিপ্লব দৌড়ে গিয়ে স্থানীয় মঞ্জু মিয়ার বাড়িতে ঢোকে। পরে বাড়ির লোকজন তাকে রক্ষা করতে গেলে ওই যুবকেরা তাঁদেরকেও মারধর করেন। একপর্যায়ে তাঁরা চলে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার পথে বিপ্লবের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠী মঞ্জুরুল হক (১৬) এবং মোহান মিয়া (১৫) বলে, ওয়াজ মাহফিল থেকে তারা বাড়ি ফিরছিল। হঠাৎ ২০-২৫ জনের একটি দল তাদের ওপর আক্রমণ করে। পরে তারা বিপ্লবকে ছুরিকাঘাত করে।

নিহত বিপ্লবের বাবা কাবিল মিয়া বলেন, ‘আমার ছেলেকে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে