হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় নিখোঁজের পরদিন গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের এক দিন পর হাজেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ মে) সকালে বাড়ির পাশে ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই স্বামী সোহেল (৪০) পলাতক রয়েছে।

এ ঘটনায় নিহতের শাশুড়ি ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভালুকা মডেল থানা-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাচিনা ইউনিয়নের গুজার ভিটার বীর মুক্তিযোদ্ধা মৃত আজাহার উদ্দিনের ছেলে সোহেলের স্ত্রী হাজেরা খাতুনকে গতকাল সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার (৭ মে) সকালে বাড়ির পাশে ধানখেতে হাজেরা খাতুনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে।

কাচিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন জানান, নিহতের স্বামীর নাম সোহেল। হাজেরা খাতুন দুই সন্তানের জননী। সে একই ইউনিয়নের পালগাঁও গ্রামের হাছেন আলীর মেয়ে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। প্রায়ই সোহেল স্ত্রীকে মারধর করত। এ ঘটনার পর থেকেই স্বামী সোহেল পলাতক রয়েছে।

ওসি শাহ কামাল আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজেরা তাঁর স্বামীর হাতে খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের শাশুড়ি ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু