হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

'পথের ধারে স্বজন থাকে' স্লোগানে ময়মনসিংহে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আর্ন এন্ড লিভ নামে একটি সংগঠন। গতকাল শনিবার রাতে নগরীর গাঙ্গিনারপাড়, রেলওয়ে স্টেশন, ব্রিজ মোড় ও ঢাকা বাইপাস এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসি, মনির উদ্দিন ফকির ও ওই সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

শীতবস্ত্র বিতরণ শেষে ফরিদা ইয়াসমিন জেসি বলেন, পথের মানুষের জন্য আর্ন এন্ড লিভের একটি প্রজেক্ট 'পথের ধারে স্বজন থাকে'। এর মাধ্যমে এই শীতে যারা রাস্তার পাশে রাত্রিযাপন করেন তাঁদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে। 

সংগঠনের সদস্য মনির উদ্দিন ফকির বলেন, আমরা ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভ সংগঠনের হয়ে অসহায় দুস্থ প্রতিবন্ধী, বৃদ্ধ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিশেষ করে এই অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছি। মানুষের জন্য এভাবে কাজ করতে পেরে আমরা কৃতজ্ঞ। 

নগরীর রেলওয়ে স্টেশনে বসবাস করা আব্দুর রশীদ নামে এক বৃদ্ধ শীতবস্ত্র পেয়ে বলেন, প্রতিদিন রাতের বেলায় শীতে খুব কষ্ট হয়। ফরিদা আপা আমাকে একটা কম্বল দিয়েছেন। এখন থেকে রাতে শান্তিতে ঘুমাতে পারব। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে