হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

'পথের ধারে স্বজন থাকে' স্লোগানে ময়মনসিংহে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আর্ন এন্ড লিভ নামে একটি সংগঠন। গতকাল শনিবার রাতে নগরীর গাঙ্গিনারপাড়, রেলওয়ে স্টেশন, ব্রিজ মোড় ও ঢাকা বাইপাস এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসি, মনির উদ্দিন ফকির ও ওই সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

শীতবস্ত্র বিতরণ শেষে ফরিদা ইয়াসমিন জেসি বলেন, পথের মানুষের জন্য আর্ন এন্ড লিভের একটি প্রজেক্ট 'পথের ধারে স্বজন থাকে'। এর মাধ্যমে এই শীতে যারা রাস্তার পাশে রাত্রিযাপন করেন তাঁদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে। 

সংগঠনের সদস্য মনির উদ্দিন ফকির বলেন, আমরা ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভ সংগঠনের হয়ে অসহায় দুস্থ প্রতিবন্ধী, বৃদ্ধ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিশেষ করে এই অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছি। মানুষের জন্য এভাবে কাজ করতে পেরে আমরা কৃতজ্ঞ। 

নগরীর রেলওয়ে স্টেশনে বসবাস করা আব্দুর রশীদ নামে এক বৃদ্ধ শীতবস্ত্র পেয়ে বলেন, প্রতিদিন রাতের বেলায় শীতে খুব কষ্ট হয়। ফরিদা আপা আমাকে একটা কম্বল দিয়েছেন। এখন থেকে রাতে শান্তিতে ঘুমাতে পারব। 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা