ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের কাজল মিয়া (১৮) নামের এক হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
কাজল ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের আনোয়ার হাসেনের ছেলে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় বালুভর্তি একটি ট্রাক (নম্বর-ঢাকা মেট্রো-ট-১৫-৯০৪২) দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী অপর একটি বালুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৯৩৮) পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঢাকাগামী ট্রাকের হেলপার কাজল মিয়া ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাক দুটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে।