হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ৬ মামলায় স্থায়ী জামিন পেলেন মোসাদ্দেক আলী ফালু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ছয় মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ময়মনসিংহের বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক ফারহানা ইয়াসমিন তাঁকে স্থায়ী জামিন দেন।

২০১৭ সালের ২৯ আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সরকারি পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে মোসাদ্দেক আলীর নামে দুই দফায় ছয়টি মামলা করেন। ভালুকায় জমি ক্রয়সংক্রান্ত বিষয়ে বাদী হয়ে দুদকের এই কর্মকর্তা এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলাগুলো করেন। মামলাগুলো ময়মনসিংহের বিশেষ জজ আদালতে চার্জ গঠনের জন্য প্রক্রিয়াধীন ছিল।

মামলার বিবরণের বরাত দিয়ে মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী আনোয়ার আজিজ টুটুল আজকের পত্রিকাকে বলেন, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ঘটনার প্রায় পাঁচ মাস ২০ দিন আগে দেশের বাইরে যান। অর্থাৎ ২০১৭ সালের ৯ মে তিনি দেশের বাইরে যান। মামলা করা হয় ওই বছরের ২৯ অক্টোবর। তাতে বোঝা যায়, বিগত সরকারের আমলে করা মামলাগুলো ছিল মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক। কারণ ঘটনার সময় তিনি দেশেই ছিলেন না।

আনোয়ার আজিজ টুটুল আরও বলেন, এসব মামলায় মোসাদ্দেক আলী আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দণ্ডবিধি ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাগুলো করেছিলেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান। সাজানো মামলা হওয়ায় শুনানি শেষে বিচারক তাঁকে স্থায়ী জামিন দেন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা