হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

ইউএনওর বদলি প্রত্যাহার দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের বদলি প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচির পালন করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করে তাঁরা। এ সময় তাঁরা আজকের মধ্যে ওই ইউএনওর বদলি প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান এবং যদি না করা হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের বদলি প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচির পালন করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করে তাঁরা। এ সময় তাঁরা আজকের মধ্যে ওই ইউএনওর বদলি প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান এবং যদি না করা হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

ইউএনওর বদলি প্রত্যাহার দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

এর আগে ৫ ডিসেম্বর হালুয়াঘাটের ইউএনও মো. এরশাদুল আহমেদকে ঈশ্বরগঞ্জ উপজেলায় বদলির প্রঙ্গাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। গত ২৬ সেপ্টেম্বর হালুয়াঘাটে ইউএনওর দায়িত্ব পান এরশাদুল আহমেদ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইউএনও হালুয়াঘাটে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা উপজেলার উন্নয়নের স্বার্থে ইউএনওকে হালুয়াঘাটে পুনর্বহাল চাই। যদি আজকের রোববার ভেতরে বদলির আদেশ প্রত্যাহার করা না হয়, হালুয়াঘাটে জরুরি সেবা ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। আর আমাদের কার্যক্রম চলতেই থাকবে।’

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোফায়েল আহমেদ, জুলাকার নাঈন, শরিফুল হাসান রানা, আশরাফুল ইসলাম সোহান, আবিদা সুলতানা, আফরিন ডানা, মাশহুরা তাবাসসুম কাশফিয়া প্রমুখ।

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক

বাবার জানাজায় এসে ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান