ময়মনসিংহের ভালুকায় অন্তঃসত্ত্বা গৃহবধূ শাহানাজ বেগমের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, উপজেলার বান্দিয়া গ্রামের আমিনুল ইসলাম পাঠানের স্ত্রী শাহানাজ বেগম গতকাল বুধবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর শাশুড়ি সকালে ঘুম থেকে উঠে শাহানাজকে ঝুলতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।