হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় ৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছি’

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

যোগদানের দুই দিন পর মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। আজ মঙ্গলবার বিকেলে ত্রিশাল উপজেলার গ্রাম পুলিশদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিট পুলিশিং সমাবেশে সতর্কবার্তা হিসেবে এ তথ্য তুলে ধরেন তিনি।

পুলিশ সুপার বলেন, ‘আমি এখানে আসার আগেই জেনেছি এখানে মাদকের অনেক প্রকোপ রয়েছে। আমি এটা দেখতে চাই না। আমাদের কর্মকর্তারা এখানে রয়েছেন, আমার অনুরোধ, মাদকের সঙ্গে কারও কোনো সংশ্লিষ্টতা থাকলে আমাদের পবিত্র ইউনিফর্ম আপনার গায়ে থাকার দরকার নাই। আমরা মাদকমুক্ত ত্রিশাল দেখতে চাই। আমি মাদকের বিষয়ে কোনো ছাড় দেব না। আমি এ রকম পুলিশ দেখতে চাই, যারা সত্যিকার অর্থে জনগণের সেবক।’ 

এ সময় পুলিশ সুপার গ্রাম পুলিশের উদ্দেশে বলেন, ‘এখানে আমাদের গ্রাম পুলিশ রয়েছেন। আমরা মনে করি আপনারাও আমাদের পুলিশের অংশ। আপনাদের এই সমাজের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা জানেন, আপনাদের এলাকার কে গরু চোর, কে মাদক ব্যবসায়ী, আপনারা জানেন কার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, কে জনপ্রতিনিধি। অপরাধ নিয়ন্ত্রণে যিনি ভালো কাজ করবেন, কল্যাণ সভায় সামনের মাস থেকে তাঁদের (গ্রাম পুলিশ) পুরস্কৃত করা হবে।’ 

পরে ত্রিশাল উপজেলার ১১৩ জন গ্রাম পুলিশের মধ্যে কম্বল দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার, পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান প্রমুখ।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে