হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজের একদিন পর বিল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর) 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম হযরত আলী। তিনি উপজেলার মরিচপুরান ইউনিয়নের উত্তর বাঁশকান্দা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের উলুয়ারকান্দা বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও নিহত হযরতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হযরত আলী বাড়ি থেকে নালিতাবাড়ী শহরের উদ্দেশে বের হন। রাতে বাড়ি না ফেরায় হযরতকে তাঁর পরিবারের লোকজন বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবে তাঁকে পাওয়া যায়নি। হযরতের মুঠোফোনটিও বন্ধ ছিল। এতে সোমবার দুপুরে হযরতের ছোট ভাই আবু নাছের নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

পরে সোমবার বিকেলে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের উলুয়ারকান্দা বিলে এলাকাবাসী হযরতের লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে হালুয়াঘাট থানায় নিয়ে যায়। এ বিষয়ে সন্ধ্যায় হযরতের ছোট ভাই আবু নাছের হালুয়াঘাট থানায় মামলা করতে যান। 

জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, হযরত নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর ছোট ভাই সোমবার দুপুরে থানায় জিডি করেন। পরে হযরতের লাশ হালুয়াঘাট উপজেলার উলুয়ারকান্দা বিল থেকে উদ্ধার করা হয়।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে