হোম > সারা দেশ > ময়মনসিংহ

সড়কের গর্তে মোটরসাইকেল পড়ে ছাত্র নিহত, বাকৃবিতে বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ে সড়ক সংস্কারের জন্য খোঁড়া গর্তে গতকাল সোমবার রাতে মোটরসাইকেল পড়ে মোরশেদুল ইসলাম ইফতি নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করে আজ মঙ্গলবার দুপুরে উপাচার্যের বাসভবনের সামনের সড়কে বিক্ষোভ করেছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। 

নিহত মোরশেদুল বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কেওয়াটখালি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের কমলাপুর এলাকায়। 

বাকৃবিতে অবস্থিত ক্যাম্পাস পুলিশ বাহিনীর (আর্মড ব্যাটালিয়ন) সহকারী উপপরিদর্শক মো. মকবুল হোসেন বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে বিকট শব্দ হওয়ায় আমরা কয়েকজন টিএসসির সামনে ছুটে যাই। সেখানে মোটরসাইকেলসহ দুজনকে পড়ে থাকতে দেখি। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটায় দিকে ইফতি মারা যান। তবে একই মোটরসাইকেলে থাকা বাকৃবির আরেক শিক্ষার্থী হাসিব গুরুতর আঘাত পাননি।’ 

এদিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি করেন। শিক্ষার্থীরা নিহতের পরিবারের ক্ষতিপূরণ, বিশ্ববিদ্যালয় চত্বরে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধকরণ, অ্যাম্বুলেন্সের সুবিধা বাড়ানো, বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো দ্রুত সংস্কারসহ বিভিন্ন দাবিও তোলেন। 

কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী তৌহিদ চৌধুরী বলেন, ‘টিএসসির সামনের সড়ক সংস্কারের জন্য গর্ত খুঁড়ে রাখা হয়েছে। মেরামতের স্থানে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে বন্ধু ইফতির মোটরসাইকেলটি গর্তে পড়ে গিয়ে সে নিহত হয়েছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ মহির উদ্দীনকে মোবাইল ফোনে কল করা হলে তিনি ব্যস্ত আছেন বলে কল কেটে দেন। 

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবির লিখিত স্মারকলিপি হাতে পেয়েছি। আমাদের সক্ষমতা অনুযায়ী তাঁদের দাবি মেনে নেওয়া হবে।’ 

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা